ওয়েস্ট ইন্ডিজকে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ড্যারেন স্যামির দায়িত্ব বেড়েছে। সাদা বলের পর এবার লাল বলের কোচের দায়িত্বও পেলেন সাবেক এই অধিনায়ক।
গত বছরের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের (টেস্ট ও ওয়ানডে) দায়িত্ব নিয়েছিলেন তিনি। একই সময়ে আন্দ্রে কুলিকে টেস্ট দলের দায়িত্ব দেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডাব্লিউআই)। স্যামি সফল হলেও গত দেড় বছরে একটি সিরিজও জিততে পারেনি কুলির টেস্ট দল।
সোমবার (১৬ ডিসেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্বসেন্ট ভিনসেন্টে উইন্ডিজ ক্রিকেটের ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলের কোচের দায়িত্ব দেওয়ার কথা জানান। ফলে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন ৪০ বছর বয়সী স্যামি। আগামী ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব নেবেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৭ ডিসেম্বর)
নতুন দায়িত্ব পেয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘যেকোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনা ও পরিকল্পনা নিচ্ছি।’
প্রসঙ্গত, গত বছর মে মাসে সাদা বলের দায়িত্ব নেওয়ার পর তার অধীনে ২৮ ওয়ানডে ম্যাচে ১৫টিতে জয় পেয়েছে দল। আর টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ২০টিতেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। তার অধীনে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে সদ্য শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে স্যামির ওয়েস্ট ইন্ডিজ।