বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনেই ঢাকাকে হারিয়ে যাত্রা শুরু করেছে রংপুর রাইডার্স। এদিন জয়ের মূল কারিগর ছিলেন রংপুরের স্পিনার মেহেদী হাসান।
সোমবার (৩০ ডিসেম্বর) রংপুরের দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ঢাকা। তানজিদ হাসান এবং লিটন দাসের ওপেনিং জুটি থেকে আসে ৬৫ রান।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (৩১ ডিসেম্বর)
তবে এই জুটি ভাঙার পরই পিছিয়ে পরে তারা। ১০০ রানের আগেই পর পর ৫ উইকেট হারান তারা। মেহেদী হাসানের ঘূর্ণিতে একে একে বিদায় নেন তানজিদ হাসান, লিটন দাস, হাবিবুর রহমান এবং ফরমানউল্লাহ।
শেষদিকে মুকিদুল ইসলাম ও নাজমুল ইসলাম ঢাকার হারের ব্যবধানটাই কমিয়েছেন শুধু। মুকিদুল ১৮ এবং নাজমুল ১২ রানে অপরাজিত ছিলেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন লিটন। তানজিদ তামিমের ব্যাট থেকে আসে ৩০ রান। মাত্র ১৫১ রানেই থেমে যায় ঢাকার ইনিংস।
অন্যদিকে রংপুরের হয়ে ২৭ রানে ৪ উইকেট নেন মেহেদী হাসান। ২ উইকেট পেয়েছেন খুশদিল শাহ। একটি করে উইকেট পেয়েছেন সাইফউদ্দিন, রাকিবুল হাসান এবং কামরুল ইসলাম।
আরও পড়ুন: বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর
এর আগে ইফতেখার, সাইফ এবং খুশদিলের ব্যাটে চড়ে ১৯১ রানের বিশাল পুঁজি পায় রংপুর। ইফতেখার ৩৮ বলে ৪৯ রান করেন। খুশদিল ও সাইফের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪৬ ও ৪০ রান।