13.2 C
New York
Tuesday, October 28, 2025

Buy now

তামিমের মন্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন

সম্প্রতি ভারতে ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।’

তামিমের এই মন্তব্যের জবাব দিয়েছেন দেশসেরা কোচ সালাউদ্দিন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে দেশের একটি বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তামিমের এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয় তাকে।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

জবাবে সালাউদ্দিন বলেন, ‘তামিম হয়তো ঠিকই বলেছে আমাদের যোগ্যতা নেই জাতীয় দলের কোচ হওয়ার। আমি বলতে চাই, এখনও যারা জাতীয় দলে খেলছে বা খেলে গেছেন, তারা তো জাতীয় দলে গিয়ে পারফরম্যান্স করতে শুরু করেনি। তাকে তো সময় দেওয়া হয়েছে, একটা দুইটা সিরিজ বা তার বেশি সময়। তারপর সে রান করছে।

তিনি আরও বলেন, ‘তাই আমাদেরও একটু সুযোগ বা সময় দিক সেট হওয়ার জন্য। ক্রিকেটাররা যেমন সময় পেলে ভালো করে, আমাদেরও সময় দিলে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারব।’

প্রসঙ্গত, বিপিএলের সবশেষ ১০ আসরে পাঁচবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই অনেক বিশ্লেষক এবং ক্রিকেটভক্তরা মনে করেন দেশসেরা এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দিলে সাফল্য আসবে। তবে এর আগে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সালাউদ্দিন।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles