দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে আজ মধ্য রাতে দেশে ফেরার কথা ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে বুধবার থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। সাকিব-বিরোধী আন্দোলন হঠাৎ মাথাচাড়া দিয়ে ওঠে। সাকিবের কুশপুত্তুলিকা পুড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। এসব ঘটনায় সাকিবের দেশে ফেরা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলা নিয়ে জাগে সংশয়।
এমন ঘটনায় সাকিব বুঝতে পারছেন না, তিনি এখন কি করবেন। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন নাকি বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করবেন।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ আর সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন আইসিসির সভায় যোগ দিতে দুবাইতে গেছেন। ফলে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত আসাও জটিল হয়ে পড়েছে।
আরও পড়ুন: ই-মেইলে নোটিশের জবাব দিয়েছেন হাথুরু
জানা গেছে, সাকিবের বিষয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলতে আজ দুপুর ১২টায় ‘জুম’ মিটিং’ ডেকেছে বিসিবি। ধারণা করা হচ্ছে, অনলাইনে এই সভায় সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে সাকিবের দেশে ফেরা ঠিক হবে কিনা, মিটিং থেকেই আসবে সিদ্ধান্ত।
দেশে ফিরলে সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে কিনা, পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে কিনা, এসব প্রশ্নের উত্তর খোঁজা ও আনুষাঙ্গিক বিষয় বিশ্লেষণ করেই সাকিবের বিষয়ে নতুন বার্তা দেওয়া হবে।
সূচি অনুসারে দুবাই থেকে সাকিবের ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল ৫টার দিকে। সে হিসেবে রাত ১১টার পর ঢাকায় পৌঁছানোর কথা তার। তবে বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়ার আগ পর্যন্ত ফ্লাইটে ওঠতে নিষেধ করা হয়েছে সাকিবকে।