ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন টাইগাররা। জ্যামাইকার কিংস্টন টেস্টে ঝড় তুলেছেন দুদলের তারকারা। এই ম্যাচে ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।
নাহিদের দুর্দান্ত বোলিংয়ে তছনছ হয়ে গেছে ব্রাফেট-জোসেফদের ব্যাটিং লাইন। এক ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের নতুন এই স্পিড স্টার। আর এতে ১৪৬ রানে গুটিয়ে যায় টিম ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৩ ডিসেম্বর)
দারুন এই সাফল্যর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন নাহিদ রানা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন—‘আলহামদুলিল্লাহ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট।’