২০২১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসইবি) অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তবে ২০২৫ সালের আইপিএলে আবারও কোহলিকে নেতৃত্বে ফেরাচ্ছে আরসইবি। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২২-২৪ পর্যন্ত কোহিলির জায়গায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। এরমধ্যে সফলতার মুখ দেখেনি দলটি। অন্যদিকে কোহিলির নেতৃত্বে শিরোপা জিততে না পারলেও তার অধীনেই ২০১৬ সালে ফাইনাল খেলেছিল দলটি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সামনের আসরে নেতৃত্ব গ্রহণ নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে আলোচনা হয়েছে কোহলির। ফলে আগামী আসরে অধিনায়ক হিসেবে দেখা যাবে ভারতের সাবেক এই অধিনায়ককে।
আগামী বছরের আইপিএলকে সামনে রেখে ডিসেম্বরে হবে নিলাম। তার আগে অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত দলগুলোকে প্লেয়ার রিনেটশনের জন্য সময় বেঁধে দেয়া হয়েছিল। সেখানে তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে বেঙ্গালুরু। বিরাট কোহলির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি ধরে রেখেছে রজত পতিদার এবং যশ দয়ালকে।