পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে পেশোয়ার জালমির হয়ে খেলবেন কামরান আকমল। ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক মোহাম্মদ আকরাম এমনটাই জানিয়েছেন।
অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারকে ‘সিলভার ক্যাটাগরিতে’ রাখায় অভিমান করে পিএসএলের ৭ম আসরে প্লেয়ার ড্রাফটে দল পেয়েও না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন আমকল। এরপর কামরানের সঙ্গে আলোচনা করেছে পেশোয়ার কতৃপক্ষ।
দলটির কোচ এবং পরিচালক তার সঙ্গে আলোচনা করার পর জানিয়েছে, পিএসএলের সপ্তম আসরে এই উইকেটরক্ষক ব্যাটারের খেলার ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছে দল।
আকরাম জানিয়েছেন, আকমল সবসময় তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার এবং পিএসএলের ৭ম আসরে তাকে পাচ্ছে দল। যদিও টুইটের মাধ্যমে পিএসএলে না খেলার বিষয়টি নিশ্চিত করেছিলেন আকমল।
তিনি টুইটারে লেখেন, ‘শেষ ছয়টা মৌসুম অসাধারণ একটা সফর আমার জীবনের। আমার ভালো এবং খারাপ সময়ে পাশে থাকার জন্য আকরাম ভাই, শহীদ আফ্রিদি, ড্যারেন সামি এবং ওয়াহাব রিয়াজকে ধন্যবাদ। পেশোয়ার জালমির জন্য শুভকামনা। ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা আমার পাশে থাকার জন্য।’