আর মাত্র কয়েকদিন পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। এরইমধ্যে শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল গোছানোর কাজ। ড্রাফটে নাম না থাকা অনেকেই শেষ মুহূর্তে এসে দল পাচ্ছেন।
অবশেষে এবার ড্রাফটের বাইরে থেকে বিপিএলে দল পেলেন এনামুল হক জুনিয়র। আসর শুরুর আগে ড্রাফটের বাইরে থেকে সরাসরি চুক্তিতে এনামুলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। এনামুলকে দলে ভেড়ানোয় দলটির স্পিন বিভাগের শক্তি আরও বৃদ্ধি পেল। সাগরপাড়ের দলটির স্কোয়াডে আগে থেকেই আছেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড- নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, নাঈম ইসলাম ও এনামুল হক জুনিয়র।