বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য মাশরাফী বিন মোর্ত্তজাকে রিটেইন না করলেও ড্রাফট থেকে শুরুতেই তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। এর আগের আসরেও সিলেটের হয়েই মাঠ মাতিয়েছিলেন তিনি।
সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বেলা সাড়ে ১১ থেকে শুরু হয়েছে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। সেখানে ‘এ’ ক্যাটাগরি থেকে তাসকিন এবং লিটনকে দলে টেনেছে রাজশাহী এবং ঢাকা। মাশরাফী ছিলেন ক্যাটাগরি ‘বি’ তে।
আরও পড়ুন: বিপিএলে কে কোন দলে খেলবেন?
ড্রাফটের আগেই প্রকাশিত মূল্য তালিকা অনুযায়ী সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন দেশীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।
এছাড়া প্লেয়ার্স ড্রাফটে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের নাম উঠছে। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। বাকিদের নাম রয়েছে অন্য চার ক্যাটাগরিতে।