বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের সবচেয়ে আকর্ষণীয় দল ঢাকা ক্যাপিটালস। কয়েকদিন আগেই জানা গিয়েছিল শাকিব খানের দলের হয়ে মাঠ মাতাবেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।
কিন্তু সপ্তাহ না পেরোতেই পাল্টে গেছে হেলসের আসার খবর। বিয়ের কারণে চুক্তি স্থগিত করেছেন ইংলিশ এই ওপেনার। বিপিএলে তার না খেলার সম্ভাবনাই বেশি। এদিকে জীবনের নতুন অধ্যায়ের জন্য তাকে শুভকামনা জানিয়েছে ঢাকা ক্যাপিটালস।
আরও পড়ুন: সিলেটের হয়ে খেলবেন জাকের-জাকির-সাকিব
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ তার সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘ঢাকা ক্যাপিটালসের মূল শক্তি ফ্র্যাঞ্চাইজিটির ভক্ত ও সমর্থকরা। আমরা সব সময় আপনাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করে আসছি। ঢাকা ক্যাপিটালস বিদেশী কোটায় ইংলিশ ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে দলভুক্ত করার বিষয়টি তার পক্ষ থেকে নিশ্চয়তা পেয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেয়৷ তিনি বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্ততার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন।’
‘আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকলো। আমরা জানি, আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনে শক্তিশালী দল গঠনের চেষ্টা চালিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের নিরন্তর সমর্থনের জন্য।’