সাম্প্রতিক বছরগুলোয় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশের ক্রিকেটাররাই নির্বিঘ্নে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলেছে। তবে বারবার নিরাপত্তা শঙ্কাকে কারণ দেখিয়ে দেশটিতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। ভারতের এমন স্বেচ্ছাচারিতায় এবার কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।
সরকারের নির্দেশ অনুযায়ী পিসিবিও ভারতের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ না খেলা ও ভবিষ্যতে ভারতে দল না পাঠানোর পরিকল্পনা করছে। এক কথায়, ভারত বর্জনের ডাক দিতে যাচ্ছে পাকিস্তান।
আরও পড়ুন: ১০০০ গোলের আশা ছেড়েই দিলেন রোনালদো!
২০২৫-৩১ এই সাত বছরে ভারতে আইসিসির ৪টি বড় ইভেন্ট হওয়ার কথা। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ।
এই চার টুর্নামেন্ট খেলতে পাকিস্তান দল যদি ভারতে না যায় অথবা টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যদি অন্য কোথাও আয়োজন করা হয় সেখানেও যদি পাকিস্তান দল ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে অর্থনৈতিক দিক থেকে বড় লোকশানের মুখে পড়বে আইসিসি।