ব্যালন ডি’অর ২০২৪ জেতার দৌড়ে এগিয়ে ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত পুরস্কারটি পাননি তিনি। এতে ফুটবল বিশ্বে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। এমন পরিস্থিতিতে ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’-এর পক্ষ থেকে ব্যাখ্যা করা হলো ভিনিসিয়ুসের না জেতার কারণ।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপে ভিনির হাতে ব্যালন ডি’অর না ওঠার ব্যাখ্যা দিয়ে সাময়িকী ফ্রান্স ফুটবলের প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া বলেন, ‘গাণিতিকভাবে তারা কিছু পয়েন্ট নিয়ে গেছেন। রিয়াল মাদ্রিদের মৌসুমের সামারি এটি। তাদের তিন-চারজন বিশ্বসেরাদের মধ্যে স্থান পেয়েছেন। জুরিরা তাদের ভোট তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। এতে রদ্রির লাভ হয়েছে।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর)
ফিফা র্যাঙ্কিংয়ে ছেলেদের ফুটবলের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন ব্যালন ডি’অর বিজয়ী। রিয়াল মাদ্রিদপন্থী ভোটগুলো ভিনি, বেলিংহাম ও কারভাহালের মধ্যে ভাগাভাগি হয়েছে। সেকরাণে মূলত পিছিয়ে পড়েছেন ভিনি।