এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে ৩৬৮ দিন পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আল আইনের মাঠে আল হিলালের হয়ে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। আল হিলাল তার ফেরার ম্যাচটা স্মরণীয় করেছে ৫-৪ গোলে জিতে।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান এ তারকা। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফের মাঠে ফিরেছেন তিনি।
ম্যাচ শুরুর ৭৭ মিনিটে আল দাওসারির পরিবর্তে মাঠে নেমেছিলেন নেইমার। তার খেলা দেখার জন্য আবু ধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামের গ্যালারিতে মেয়ে মাভিকে নিয়ে অপেক্ষায় ছিলেন প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি। শুধু প্রেমিকাই নয় মাঠে অপেক্ষা করছিলেন তার ভক্তরাও।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর ২০২৪)
মাঠে নেমেই আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার। ম্যাচে যোগ করা ১৬ মিনিট সময়েও একটি গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। সেটি কাজে লাগাতে না পারলেও তার মাঠে ফেরাটাই বড় স্বস্তি হবে ভক্তদের জন্য।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেইমার লিখেছেন, ‘এই অনুভূতিটা আবারও জেগে ওঠায় ভালো লাগছে। ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগাটা দারুণ…আশা করি স্বাস্থ্যকর প্রত্যাবর্তন হবে।’
৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি। সেই চোটের পর আজই প্রথম আল হিলালের বেঞ্চে সুযোগ পেয়েছিলেন ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার।