মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের পরিণতি দেখে রাজনীতি করার শখ মিটে গেছে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদির। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে এমনই বার্তা দেন পাকিস্তানি এই তারকা।
শুক্রবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আফ্রিদির রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না তা জানতে চান তামিম ইকবাল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় দুঃসংবাদ পেলো পাকিস্তান
জবাবে আফ্রিদি বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ আফ্রিদির এমন কথায় উপস্থিত অন্য ক্রিকেটাররাও হেসে ওঠেন।
প্রসঙ্গত, খেলার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে বিপাকে পড়েন এই দুই তারকা। হামলা হয় মাশরাফীর নড়াইলের বাড়িতে। আর হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। মাঝে শেষ টেস্ট খেলতে দেশে ফেরার চেষ্টা করেন সাকিব। তবে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি।