পাকিস্তানের স্পিনার নোমান আলী দেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের ২৪ জুলাই। দীর্ঘদিন আর সাদা পোশাকে পাকিস্তানের হয়ে মাঠে নামা হয়নি তার। তবে চলতি বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই দুই ম্যাচে ২০ উইকেট নিয়ে ও পাকিস্তানকে সিরিজ জিতিয়ে লিখেছেন দারুণ প্রত্যাবর্তনের গল্প। তার দুর্দান্ত এমন অর্জনে জিতলেন আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার পুরস্কার।
প্রতিমাসেই সেরা পারফর্মারকে পুরস্কার দিয়ে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারও হয়নি তার ব্যতিক্রম। অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী।
মাস সেরা হওয়ার দৌড়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে পিছনে ফেলেছেন নোমান।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)
২০২৩ সালের আগস্টে সবশেষ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সাবেক অধিনায়ক বাবর আজম আইসিসির মাস সেরা পুরস্কার জিতেছিলেন। এক বছরেরও বেশি সময় পর এবার পুরস্কার জিতলেন নোমান।
পুরস্কার জেতার পর নোমান বলেছেন, ‘আইসিসির মাসসেরা খেলোয়াড় হয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার সতীর্থদের কাছে খুবই কৃতজ্ঞ যারা আমাকে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করতে সহযোগিতা করেছে এবং ঐতিহাসিক সিরিজ জিততে সাহায্য করেছে। দেশের এমন স্মরণীয় জয়ের অংশ হতে পারা সব সময়ই দারুণ ব্যাপার।’