বিপিএলের এবারের আসরে টানা তিন ম্যাচই হেরেছে সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। এমন পরিস্থিতিতে তাকে আরও সময় দিতে চান অধিনায়ক থিসারা পেরেরা।
লিটন প্রসঙ্গে পেরেরা বলেন, ‘লিটন খুব ভালো খেলোয়াড়। প্রত্যেক খেলেয়াড়েরই ব্যর্থতা আসে। আমারও খারাপ সময় গেছে। আমি নিশ্চিত, আপনার জীবনেও ব্যর্থতা আছে। এটাই জীবন। তাকে সময় দিতে হবে। এখন পরিস্থিতিটা এমনই। পেশাদার ক্রিকেটার হিসেবে তাকে আরো শক্তভাবে ফিরে আসতে হবে। আমি অনুভব করছি, লিটন ছন্দে নেই। কিন্তু, নিশ্চিতভাবেই সে আমাদের মূল খেলোয়াড়দের একজন। নিশ্চিতভাবেই সে ঘুরে দাঁড়াবে।’
আরও পড়ুন: ভাটা পড়েছে সখ্যতায়, বিসিবি ছাড়ছেন ফাহিম!
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের ব্যাটিং পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। যদি পারতাম, আমরা ছন্দ পেতাম। আমি সেঞ্চুরি করেছি। নিজের পারফরম্যান্স নিয়ে গর্ব খুঁজতে পারি। কিন্তু, আমরা ম্যাচ জিতিনি, সেটা উদ্বেগের।’