সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো। অক্টোবরের ৭ তারিখে দুর্ঘটনার শিকার হন ২২ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দুর্ঘটনার এক মাস পর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইকুয়েডর ফুটবল ফেডারেশন এ খবর জানিয়ে লিখেছে, ‘ইকুয়েডরের সাবেক ফুটবলার, যে প্রতিভা ও নিবেদন দিয়ে যখনই সুযোগ পেয়েছে আমাদের দেশের মুখ রক্ষা করছে। শুধু দুর্দান্ত একজন ফুটবলারই ছিল না, মার্কো দারুণ একজন টিমমেটও ছিল।’
সিনসিনাটি আনগুলোর প্রতি সম্মান জানিয়ে লিখেছে, ‘মার্কোকে হারিয়ে আমরা গভীরভাবে মর্মাহত। তিনি উল্লসিত ও বিনীত তরুণ ছিলেন। যে রুমেই পা দিতেন, আলোকিত করতেন।’
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর)
জানা গেছে, দুর্ঘটনায় মাথা ও ফুসফুসে আঘাত পান মার্কো। এক সপ্তাহ ধরে ছিলেন আইসিইউতে। এরপর ইকুয়েডরের রাজধানী কিটোর একটি হাসপাতালে সোমবার রাতে মারা যান। একই দুর্ঘটনায় ইকুয়েডরের বয়সভিত্তিক দলে আনগুলোর সাবেক সতীর্থ রবার্তো কাবেজাসও মারা গেছেন।
ইকুয়েডরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন নিহত হয়েছেন।