ক্রিকেটের তীর্থভূমি ইংল্যান্ডের বিখ্যাত লর্ডসে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
এই ম্যাচে অভিজাত এক রেকর্ডের সামনে দাড়িয়ে আছেন সাকিব আল হাসান। আর মাত্র ১৯ রান করলেই সাকিব বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ ১০ রানের মালিকের খাতায় ঢুকে যাবেন। যে তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, রিকিপন্টিং, কুমার সাঙ্গাকার, ব্রায়ান লারারা।
চলতি বিশ্বকাপে সাত ম্যাচ খেলে দুই সেঞ্চুরি ও চার ফিফটিতে সাকিব করেছেন ৫৪২ রান। শুক্রবার তিনি ১৮ রান করলেই বিশ্বকাপে ১১০০ রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
এদিকে ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে ভালো সময় কাটানো সাকিব নি:সন্দেহে আরো একটি বিশ্বকাপ খেলবেন। সেই আসরে এবারের মতো ফর্মে না থাকলেও সুযোগ থাকছে বিশ্বকাপের সর্বকালের সেরা পাঁচে জায়গা করে নেওয়ার।
| ব্যাটসম্যান | ম্যাচ | রান | গড় | ১০০/৫০ |
| শচীন টেন্ডুলকার | ৪৫ | ২২৭৮ | ৫৬.৯৫ | ৬/১৫ |
| রিকি পন্টিং | ৪৬ | ১৭৪৩ | ৪৫.৮৬ | ৫/৬ |
| কুমার সাঙ্গাকারা | ৩৭ | ১৫৩২ | ৫৬.৭৪ | ৫/৭ |
| ব্রায়ান লারা | ৩৪ | ১২২৫ | ৪২.২৪ | ২/৭ |
| এবি ডি ভিলিয়ার্স | ২৩ | ১২০৭ | ৬৩.৫২ | ৪/৬ |
| ক্রিস গেইল | ৩৫ | ১১৮৬ | ৩৫.৯৩ | ২/৬ |
| সনাৎ জয়াসুরিয়া | ৩৮ | ১১৬৫ | ৩৪.২৬ | ৩/৬ |
| জ্যাক ক্যালিস | ৩৬ | ১১৪৮ | ৪৫.৯২ | ১/৯ |
| তিলকারত্নে দিলশান | ২৭ | ১১১২ | ৫২.৯৫ | ৪/৪ |
| মাহেলা জয়াবর্ধনে | ৪০ | ১১০০ | ৩৫.৪৮ | ৪/৫ |
| অ্যাডাম গিলক্রিস্ট | ৩১ | ১০৮৫ | ৩৬.১৬ | ১/৮ |
| জাভেদ মির্য়াদাদ | ৩৩ | ১০৮৩ | ৪৩.৩২ | ১/৮ |
| সাকিব আল হাসান | ২৮ | ১০৮২ | ৪৫.০৮ | ২/৯ |