বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার নিশ্চিতভাবেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত দাপটের সঙ্গেই খেলে চলেছেন সাকিব।
দারাজের ১২.১২ ক্যাম্পেইনে লাইভে এসেছিলেন দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব। সেখানে তার কাছে উপস্থাপিকা জানতে চান সাকিবের চোখে বাংলাদেশের সেরা একাদশ।
তখন সাকিব বলেন, ‘হুট করে এভাবে এগারো জনের নাম বলা আসলে কঠিন। তারপরও যদি শুরু করি… ওপেনার থেকে শুরু করলে তামিম। দ্বিতীয় ওপেনার জাভেদ ওমর বেলিম। তিন নম্বরে মোহাম্মদ আশরাফুল। চারে সাকিব আল হাসান (হাসি)। এরপর মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বরে মোহাম্মদ রফিক। আটে মাশরাফি বিন মুর্তজা। হাবিবুল বাশার অধিনায়ক। দুইজন ফাস্ট বোলার রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।’
অতীত ও বর্তমানের অনেক তারকা ক্রিকেটারের সঙ্গে খেলার সুযোগ হয়েছে এই বাহাতি অলরাউন্ডারের। এবার সাকিব বেছে নিলেন নিজের পছন্দের বাংলাদেশের সেরা একাদশ।
এক নজরে দেখে নিন সাকিবের পছন্দের বাংলাদেশের সেরা একাদশ-
তামিম ইকবাল, জাবেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মমদ রফিক, মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।