টানা দুইবার নারী সাফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা। এ জয়ে দারুণ ভূমিকা রেখেছেন সাতক্ষীরার তিন কন্যা। অধিনায়ক সাবিনা, দুই ডিফেন্ডার মাছুরা ও প্রান্তি। শুধু নিজ জেলা নয়, দেশের জন্যও অবদান রেখেছেন এই তিন তারকা।
সাফ জয়ী ডিফেন্ডার মাছুরার পরিবার থাকেন সাতক্ষীরার লাবসা ইউনিয়নের খেজুরডাঙা গ্রামে সড়কের ধারে বাস। তার জয়ে পরিবারের পাশাপাশি খুশি পুরো এলাকাবাসী। গ্রামে এখন সবার মুখে মুখে মাছুরার জয়গান। সবার আলোচনার মধ্যমনি এখন তিনি।
অন্যদিকে শহরের সুলতানপুরে বাড়িতে শুভেচ্ছায় সিক্ত আরেক ডিফেন্ডার আফঈদা খন্দকার প্রান্তির বাবা।
তবে দলের অধিনায়ক সাবিনা খাতুনের সবুজবাগের বাড়িতে শুনসান নিরাবতা। সেখানে কেউ না থাকলেও এলাকাবাসী তাকে নিয়ে অনেক গর্বিত।
আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে খেলাধূলায় সাতক্ষীরা একটি অবস্থান তৈরি করেছে। প্রশিক্ষণ, স্টেডিয়াম আধুনিকায়ন ও ক্রীড়া কমপ্লেক্স করার দাবি ক্রীড়া ব্যক্তিত্বদের।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন বলেন, জেলায় ভালো কোনো মাঠ নেই। এখান থেকে অনেক খেলোয়াড় ওঠার সুযোগ আছে। ক্রিড়া কমপ্লেক্স ছাড়া এটি সম্ভব নয়।
ফুটবল দলের খেলোয়াড়রা জেলায় ফিরলে তাদের গণসংবর্ধনা দেয়া হবে বলেও জানিয়েছেন ক্রীড়া সংস্থার ব্যক্তিবর্গরা।