টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ায় উপহারের জোয়ারে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার তাদের ফ্রিজ উপহার দিলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন।
রোববার (১৭ নভেম্বর) বাফুফে ভবনে সাফ নারী চ্যাম্পিয়ন দলকে সম্মাননা জানিয়েছে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফ কন্টিনজেন্টের ৩২ সদস্যকে এই উপহার দিয়েছে ওয়ালটন।
বাফুফে ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের ফুটবল লিগ ও প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
আরও পড়ুন: আইরিশদের গোলবন্যায় ভাসাল ইংল্যান্ড
ওয়ালটন বিগত সময় নারী ফুটবলারদের টিভি ও অন্যান্য সামগ্রী দিয়ে সম্মাননা দিয়েছে। এবার ফ্রিজ দিলেও ভিন্ন পদ্ধতি অবলম্বন করছে। বাফুফে ভবনে সরাসরি ফ্রিজ হস্তান্তর হয়নি। পুরস্কাপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শো রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ নারী ফুটবল দলে কোচ পিটার বাটলার ফ্রিজ উপহার পেয়ে মজা করে বললেন, ‘সৌদি এয়ারলাইন্সে আমার ওজন (লাগেজ) মাত্র ৩০ কেজি।’