সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। দুবার বিজয় ছিনিয়ে আনলেও দলের কোচ পিটার বাটলারের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্য কারোরই অজানা নয়। এর জেরেই দায়িত্ব ছাড়তে চান ব্রিটিশ কোচ বাটলার।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে খেলা শেষে পিটার বাটলার জানিয়েছেন তিনি আর বাংলাদেশের নারী ফুটবল দলের দায়িত্বে থাকতে চান না। ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি বাংলাদেশ ছাড়বেন।
আরও পড়ুন: সাবিনাদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস
বুধবার (৩০ অক্টোবর) পিটার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এমনকি সাবিনা-তাহুরাদের কোনো উদযাপনেই সামিল হননি তিনি।
তার এমন করার কারন জানতে চাইলে তিনি বলেন, আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি। সমস্যাটা কেমন জানতে চাইলে পিটার বলেন, ৩ মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি হতাশ।
তিনি আরও বলেন, এই ট্রফি জয় মেয়েদের উপভোগ করতে দিন। আমার উদযাপনের দরকার নেই। এটা আমার শেষ ম্যাচ। মেয়েদের দায়িত্বে আমি আর থাকছি না। তবে বাফুফের সঙ্গে কাজ চালিয়ে যাব। মেয়েদের সঙ্গে এটাই আমার শেষ ম্যাচ ছিল।