নানান নাটকীয়তা শেষে সোমবার রাতে প্যারিস থিয়েটারে সেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর প্রদান করা হয়েছে। এদিন ৬৪ বছর পর স্পেনের ফুটবলার হিসেবে ব্যালন জিতলেন রদ্রি।
রদ্রির আগে সবশেষ ১৯৬০ সালে স্প্যানিশ তারকা হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। আর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদে ডি স্টেফানো। এই তারকা ব্যালন ডি’অর জিতেছিলেন দুইবার, ১৯৫৭ ও ১৯৫৯ সালে।
ব্যালন জিততে রদ্রি পেছনে ফেলেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও বেলিংহামসহ শর্টলিস্টে থাকা ২৮ তারকা ফুটবলারকে। দানি কারভাহাল, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপে ও লাউতারো মার্টিনেজের মতো তারকারাও পড়েছেন রদ্রির পেছনে।
আরও পড়ুন: সমতা ফেরাতেই আজ মাঠে নামছেন টাইগাররা
পুরস্কার নিতে ক্রাচে ভর দিয়েই প্যারিসের থিয়েটার দু শাটলেটে প্রবেশ করেন রদ্রি। এর আগে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে রয়েছেন তিনি।
রদ্রি গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের ৬৩টি ম্যাচ খেলে গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ।