আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে নিরাপত্তাহীনতার অভিযোগে এই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ ভারত। ফলে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বিসিসিআই।
এরই মধ্যে ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হাইব্রিড মডেলের জন্য রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে এর জন্য দুটি শর্ত দিয়েছে পিসিবি। প্রথমটি হল—পিসিবিতে আইসিসির রাজস্ব হার আরও বাড়াতে হবে। দ্বিতীয়টি হচ্ছে-২০৩১ সাল পর্যন্ত যেসব ইভেন্টগুলো ভারতে আয়োজন হবে সেই আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিবে না পাকিস্তান।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৩ ডিসেম্বর)
এদিকে হাইব্রিড মডেল নিয়ে চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। তিনি বলেছেন, এরই মধ্যে হাইব্রিড মডেলের জন্য চুক্তি সই হয়ে গেছে। তবে এককভাবে পিসিবির টুর্নামেন্ট আয়োজনের দাবি যৌক্তিক বলে মনে করেন ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বল করা এই পেসার।
শোয়েব বলেন, ‘আপনি আয়োজকস্বত্ব ও রাজস্বের জন্য অর্থ পাচ্ছেন। এটি ঠিক আছে- আমরা সবাই এটি বুঝতে পারি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসঙ্গত। তাদের একটি শক্তিশালী অবস্থান বজায় রাখা উচিত ছিল, কেন উচিত হবে না? একবার যদি আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে সক্ষম হই এবং তারা (ভারত) আসতে ইচ্ছুক না হয়, তাদের উচিত আমাদেরকে উচ্চ হারে রাজস্বের ভাগ দেয়া। এটাই ভালো সিদ্ধান্ত।’