সম্প্রতি নানা অভিযোগে মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহ। তার বিরুদ্ধে অন্যতম একটি অভিযোগ ছিল যে, বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের ক্রিকেটার নাসুমকে চড় মেরেছিলেন তিনি। এই খবর গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লঙ্কান এই কোচ।
কিন্তু এ বিষয়ে নাকি কিছুই জানেন না জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ অক্টোবর সংবাদ সম্মেলনে এমনই মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর ২০২৪)
সোমবার (২১ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে এক পর্যায়ে হাথুরুর নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। কিচ্ছু না।’
সাকিব আল হাসানের বিষয়ে শান্ত বলেন, ‘আমরা সবাই জানি উনি (সাকিব আল হাসান) আসতে পারছেন না। আর এখন যেই অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব সমাধান হয়ে যায়! চিন্তা করছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দিবো।’