বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েও বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন না হামজা চৌধুরী। জানা গেছে, অনুশীলনের সময় কাঁধের হাড় নড়ে গেছে এ তারকার। ফলে মাঠে নামতে পারবেন না তিনি।
দুদিন আগেও ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’ কিন্তু এরই মধ্যে সেই আগমনী বার্তা দুঃসংবাদে রূপ নিয়েছে বলে জানিয়েছে বাফুফে। কারণ চোট পেয়ে মাঠের বাইরে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে পড়েছেন হামজা।
আরও পড়ুন: প্রতিপক্ষের ঘাড়ে কামড় দিয়ে ৮ ম্যাচ নিষিদ্ধ হলেন ফুটবলার
লেস্টার সিটির কোচ কুপার বলেন, কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনো এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।
তিনি আরও বলেন, এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়।