শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সূচি। আগামী ১৬ অক্টোবর ১ম পর্বে শ্রীলঙ্কা ও ওয়েস্টইন্ডিজের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ায় আসন্ন এই বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা।
প্রথম রাউন্ডে গ্রুপ এ-তে আছে শ্রীলঙ্কা, নামিবিয়া এবং কোয়ালিফায়ারে ২য় ও ৩য় হওয়া দল দুইটি। গ্রুপ বি-তে আছে ওয়েস্টইন্ডিজ, স্কটল্যান্ড এবং কোয়ালিফায়ারে ১ম ও ৪র্থ স্থান অধিকার করা দুইটি দল।
সুপার টুয়েলভে গ্রুপ ১-এ থাকবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’ এর রানারআপ। গ্রুপ-২ এ থাকবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ এর রানারআপ এবং গ্রুপ ‘বি’ এর চ্যাম্পিয়ন। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।
প্রথম রাউন্ডের সূচি-
| তারিখ | ম্যাচ | মাঠ |
| ১৬ অক্টোবর, রবিবার | শ্রীলঙ্কা বনাম নামিবিয়া | কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং |
| ১৬ অক্টোবর, রবিবার | কোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩ | কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং |
| ১৭ অক্টোবর, সোমবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ১৭ অক্টোবর, সোমবার | কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৪ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ১৮ অক্টোবর, মঙ্গলবার | নামিবিয়া বনাম কোয়ালিফায়ার ৩ | কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং |
| ১৮ অক্টোবর, মঙ্গলবার | শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ২ | কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং |
| ১৯ অক্টোবর, বুধবার | স্কটল্যান্ড বনাম কোয়ালিফায়ার ৪ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ১৯ অক্টোবর, বুধবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ১ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ২০ অক্টোবর, বৃহস্পতিবার | শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ৩ | কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং |
| ২০ অক্টোবর, বৃহস্পতিবার | নামিবিয়া বনাম কোয়ালিফায়ার ২ | কারডিনিয়া পার্ক স্টেডিয়াম, জিলং |
| ২১ অক্টোবর, শুক্রবার | ওয়েস্ট ইন্ডিজ বনাম কোয়ালিফায়ার ৪ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ২১ অক্টোবর, শুক্রবার | স্কটল্যান্ড বনাম কোয়ালিফায়ার ১ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
সুপার টুয়েলভের সূচি–
| তারিখ | ম্যাচ | মাঠ |
| ২২ অক্টোবর, শনিবার | নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ২২ অক্টোবর, শনিবার | ইংল্যান্ড বনাম আফগানিস্তান | পার্থ স্টেডিয়াম, পার্থ |
| ২৩ অক্টোবর, রবিবার | গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানারআপ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ২৩ অক্টোবর, রবিবার | ভারত বনাম পাকিস্তান | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |
| ২৪ অক্টোবর, সোমবার | বাংলাদেশ বনাম গ্রুপ এ রানারআপ | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ২৪ অক্টোবর, সোমবার | দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ বি চ্যাম্পিয়ন | বেলেরিভ ওভাল, হোবার্ট |
| ২৫ অক্টোবর, মঙ্গলবার | অস্ট্রেলিয়া বনাম গ্রুপ এ চ্যাম্পিয়ন | পার্থ স্টেডিয়াম, পার্থ |
| ২৬ অক্টোবর, বুধবার | ইংল্যান্ড বনাম গ্রুপ বি রানারআপ | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |
| ২৬ অক্টোবর, বুধবার | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |
| ২৭ অক্টোবর, বৃহঃবার | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ২৭ অক্টোবর, বৃহঃবার | ভারত বনাম গ্রুপ এ রানারআপ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ২৭ অক্টোবর, বৃহঃবার | পাকিস্তান বনাম গ্রুপ বি চ্যাম্পিয়ন | পার্থ স্টেডিয়াম, পার্থ |
| ২৮ অক্টোবর, শুক্রবার | আফগানিস্তান বনাম গ্রুপ বি রানারআপ | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |
| ২৮ অক্টোবর, শুক্রবার | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |
| ২৯ অক্টোবর, শনিবার | নিউজিল্যান্ড বনাম গ্রুপ এ চ্যাম্পিয়ন | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ৩০ অক্টোবর, রবিবার | বাংলাদেশ বনাম গ্রুপ বি চ্যাম্পিয়ন | দ্য গ্যাবা, ব্রিসবেন |
| ৩০ অক্টোবর, রবিবার | পাকিস্তান বনাম গ্রুপ এ রানারআপ | পার্থ স্টেডিয়াম, পার্থ |
| ৩০ অক্টোবর, রবিবার | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | পার্থ স্টেডিয়াম, পার্থ |
| ৩১ অক্টোবর, সোমবার | অস্ট্রেলিয়া বনাম গ্রুপ বি রানারআপ | দ্য গ্যাবা, ব্রিসবেন |
| ১ নভেম্বর, মঙ্গলবার | আফগানিস্তান বনাম গ্রুপ এ চ্যাম্পিয়ন | দ্য গ্যাবা, ব্রিসবেন |
| ১ নভেম্বর, মঙ্গলবার | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | দ্য গ্যাবা, ব্রিসবেন |
| ২ নভেম্বর, বুধবার | গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানারআপ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ২ নভেম্বর, বুধবার | ভারত বনাম বাংলাদেশ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ৩ নভেম্বর, বৃহঃবার | পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ৪ নভেম্বর, শুক্রবার | নিউজিল্যান্ড বনাম গ্রুপ বি রানারআপ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ৪ নভেম্বর, শুক্রবার | অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ৫ নভেম্বর, শনিবার | ইংল্যান্ড বনাম গ্রুপ এ চ্যাম্পিয়ন | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ৬ নভেম্বর, রবিবার | দক্ষিণ আফ্রিকা বনাম গ্রুপ এ রানারআপ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ৬ নভেম্বর, রবিবার | পাকিস্তান বনাম বাংলাদেশ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ৬ নভেম্বর, রবিবার | ভারত বনাম গ্রুপ বি চ্যাম্পিয়ন | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |
| ৯ নভেম্বর, বুধবার | সেমিফাইনাল ১ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি |
| ১০ নভেম্বর, বৃহঃবার | সেমিফাইনাল ২ | অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড |
| ১৩ নভেম্বর, রবিবার | ফাইনাল | মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন |