উয়েফা নেশন লিগে গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়লেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দলের জয়ের ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন ‘গোল মেশিন’ খ্যাত এই তারকা।
এদিন স্লোভেনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ে। জয়ের এ ম্যাচে দুটি গোল করেছেন হলান্ড। বাকি গোলটি এসেছে আলেকজান্ডার সরলোথের পা থেকে।
আরও পড়ুন: জয় না পেয়ে মেসি বললেন ‘কুৎসিত খেলা হয়েছে’
ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন হলান্ড। এই গোল করে নরওয়ের সর্বোচ্চ গোলদাতা জর্জেন জুভের সমান গোল চলে আসেন তিনি। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সরলোথ। আর ম্যাচের ৬২তম মিনিটে গোল করে রেকর্ডে নাম লেখান হলান্ড।
ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার মাত্র ৩৬ ম্যাচে ৩৪ গোল করে নরওয়ের পুরুষ ফুটবলারদের মধ্যে গোল স্কোরিংয়ে শীর্ষে উঠে এসেছেন। দারুণ এই জয়ে ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে নরওয়ে। এর আগে ৯০ বছর আগে ৪৫ ম্যাচে ৩৩ গোল করেছিলেন জর্জেন জুভে।