দক্ষিণ আফ্রিকা জাতীয় দল থেকে অবসরে নেওয়ার পর, এখন টি-টুয়েন্টি টুর্নামেন্টে ফেরি করে বেড়াচ্ছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট খেলছেন যেখানেই ডাক পাচ্ছেন সেখানে গিয়ে। এইতো কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খেলে গেলেন রংপুর রাইডার্সের হয়ে। এবং, একটি সেঞ্চুরি সহ অসাধারণ কয়েকটি ইনিংস খেলে নিজের প্রথম বিপিএল সফর করে গেলেন রঙিন। এখন খেলছেন পাকিস্তান সুপার লীগে (পিএসএল)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্ম লগ্ন ২০০৮ হতে ২০১৮ পর্যন্ত টানা ১১ টি আসরেই দেখা গেছে মারকুটে ডি ভিলিয়ার্সকে। সাবেক দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক খেলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টুর্নামেন্টও। আইপিএল, বিপিএল, পিএসএলের পর এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে নাম লেখালেন বিশ্ব সেরা এই মারকুটে ব্যাটসম্যান।
মিডলসেক্সের হয়ে আগামী মৌসুমে টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে খেলার জন্য ক্লাব কর্তৃপক্ষের সাথে এরই মধ্যে চুক্তি করেছেন এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ নিশ্চিত করেছে বিষয়টি। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে এই চুক্তি নিয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছে ক্রিকবাজ।
আগামী জুলাইয়ের মাঝামাঝিতে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের নামকরা দল মিডলসেক্স এর গত আসরটি কেটেছে খুবই ভয়ংকর। ১৪ টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল তারা। লিগ শেষ করেছিল নিজেদের গ্রুপের তলানিতে থেকে। তাইতো শিরোপা নিশ্চিত করতে ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে তারা, সাথে নিয়েছে দীর্ঘ পরিকল্পনা।
টি-টোয়েন্টিতে ডি ভিলিয়ার্স মানেই ইনিংসে রানের ফোয়ারা। ডি ভিলিয়ার্স এখন পর্যন্ত ২৭২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রান করেছেন ৭৩১৬। পরিবারকে সময় দেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেয়া এই ৩৫ বছর বয়সি ক্রিকেটার এখন আইপিএল, বিপিএল মাতানোর পর পিএসএলেও দ্যুতি ছড়াচ্ছেন।