আইপিএল নিলামে উনাদকাট এই অবিশ্বাস্য দাম আর তাকে নিয়ে টানাটানি সবার মনের ভিতরে একধরণের চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত বছর রাইজিং পুণে সুপারজায়ান্টস-এর হয়েও বেশ ভাল পারফরম্যান্স ছিল তাঁর।সর্বাধিক উইকেটশিকারী হিসেবে তিনি ছিলেন দু’ নম্বরে। দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি, সাতটি ওয়ানডে এবং একটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। দেশের মাটিতে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে ম্যান অফ দ্য সিরিজের খেলেছেন তিনি।
তাছাড়া, গত বছর আইপিএল-এ হ্যাটট্রিক-সহ ২৪টি উইকেট নিয়েছিলেন তিনি। সুইং করাতে দক্ষ। শেষের ওভারগুলোয় উনাদকাট ভয়ঙ্কর। রান দিতে চান না। ডেথ ওভারে তাঁর বল ঠিকমতো পড়তেও পারেন না ব্যাটসম্যানরা। ভাল পারফরম্যান্সের জন্যই উনাদকাটকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে নেওয়া হয়েছে। এরকম একজন বোলারের জন্য তো আকাশছোঁয়া দাম উঠতেই পারে। এবং সেটাই হয়েছে এবারের আইপিএল নিলামে।