বিপিএল ষষ্ঠ আসর এখন চিটাগংয়ে। চিটাগং পর্বে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে। এদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স-রাজশাহী কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৬.৩০ মিনিটে।
চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে আজ যে দল জিতেবে তারা টেবিলের শীর্ষে পৌঁছে যাবে। এই দুটি দলই ৯ ম্যাচ থেকে ৬টি করে জয় পেয়েছে। তবে নিট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে কুমিল্লা ও তৃতীয় স্থানে রয়েছে চিটাগং।
এদিকে রংপুর রাইডার্স-রাজশাহী কিংস ম্যাচে ভাগ্য নির্ভর করছে মিরাজ-মুস্তাফিজদের। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে রংপুর টেবিলের শীর্ষে থাকলেও সমান পরিমান ম্যাচে পাঁচটি জয় পেয়েছে রাজশাহী।
যেহেতু এখন পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলের পয়েন্ট ১২ এবং পরের দুই দলের পয়েন্ট ১০ তাই সুপার ফোরে কোন চারটি দল জায়গা করে নিবে এখনও নিশ্চিত নয়।