পেশোয়ার জালমির পাকিস্তানি পেসার হাসান আলী এবারের পিএসএলে রীতিমত বিধ্বংসী মেজাজে আছেন। জালমির হয়ে প্রতিপক্ষদের উড়িয়ে দেয়ার কাজটি খুব ভালোভাবেই করে যাচ্ছেন তিনি। এমনকি গতরাতেও নিজের কাজ ভুলে যাননি হাসান। দারুণ বোলিং করে প্রতিপক্ষ মুলতানকে কম রানে আটকে রাখতে বড় ভূমিকা রেখেছেন।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় মুলতান সুলতান। ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে মুলতানকে কম রানে আটকে রাখার মূল কৃতিত্বের ভাগিদার হাসান আলী। তিনি ১৭ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।
মুলতান সুলতানের পক্ষে চার্লস ৩৪ বলে ম্যাচ সর্বোচ্চ ৫৩ রান করেন। তবুও দলকে জেতাতে পারেননি তিনি। এছাড়া উমর সিদ্দিক ২০, অধিনায়ক সোয়েব মালিক ২২ রান করেন।
জবাবে জালমিরা ৫ উইকেট হারিয়েই ১৯.৪ ওভারে জয় নিশ্চিত করে ফেলে। পেশোয়ারের হয়ে ইমাম উল হক ১ ছয় ৫ বাউন্ডারিতে ৪৪ বলে ৫২ রান করেন। এছাড়া মালান ৩৮, ডওসন ১৮ ও পোলার্ড ১০ বলে ২৫ রান করেন।
ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন হাসান আলী।