11.7 C
New York
Monday, May 6, 2024

Buy now

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন ফাহিম আশরাফ

সকল অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৪ বছর পর অবশেষে পাকিস্তান সফর সামনে রেখে রোববার (২৭ ফেব্রুয়ারি) ইসলামাবাদে পা রাখলো অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

আর এই ৩ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সিরিজ শুরুর আগেই কুঁচকির চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার ফাহিম আশরাফ!

আরও পড়ুন : সিরিজ জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ শেষ ম্যাচের ১০ পয়েন্ট: মিরাজ

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন সময়ে কুঁচকিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় তাঁকে। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই ফাহিম আশরাফের খেলার সম্ভাবনা কম। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে তরুণ পেসার নাসিম শাহর ঘোষণা করা হতে পারে। কারণ তিনি ইতিমধ্যেই রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামীকাল বিকেলের মধ্যে ফাহিমের বদলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবির নির্বাচক কমিটি। এর আগে মোহাম্মদ নওয়াজও ছিটকে পড়েন অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড থেকে।

আরও পড়ুন : ভীষণ নিরাপদবোধ করছি: কামিন্স

এক নজরে দেখে নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, নওমান আলি, সাজিদ খান, সউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও জাহিদ মাহমুদ।

রিজার্ভ- কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles