13.3 C
New York
Friday, May 3, 2024

Buy now

‘পাওয়ার হিটিং’ পিচে মনোযোগী পাকিস্তান

বিপ্রতীপ দাস: এশিয়ার বাইরের ন্যায় ক্রিকেট আবহ সৃষ্টিতে মজেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতিময় উইকেট বানানোর লক্ষ্যে ইতিমধ্যে ‘ড্রপ-ইন পিচ’ বসানোর উদ্যোগ নিয়েছে তারা। এবারে আরো উন্নতির লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য পাওয়ার হিটিং পিচ নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করেছেন সংস্থাটির নতুন প্রধান আধিকারিক রমিজ রাজা।

কার্যত পিসিবির মাথায় পাওয়ার হিটিং উইকেটের খেয়াল এসেছে আসন্ন পিএসএলকে কেন্দ্র করে। চলতি মাসের ২৭ জানুয়ারি মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসর। আর চার-ছক্কার ধুমধাড়াক্কা টুর্নামেন্টের আগে মাঠকর্মীদের পাওয়ার হিটিং উইকেট তৈরির জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

গেল কয়েক আসর ধরে রান খরায় ভুগছে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। তাই এবারে টনক নড়েছে কর্তৃপক্ষের। দেশের বাইরে আবুধাবিতে কয়েক ম্যাচে দলীয় স্কোর দুইশোর গন্ডি পেরোলেও পাকিস্তানের মাটিতে দেখা যায়নি (এক ম্যাচ বাদে) হাইস্কোরিং গেম।

দলের স্কোর যেখানে বড় হয়নি সেখানে আর ব্যক্তিগত শতকীয় ইনিংস কিভাবে আশা করা যায়? ফলশ্রুতিতে গত আসরে সেঞ্চুরি করেছেন মোটে দুইজন, অজি তারকা উসমান খাজা আর নিষেধাজ্ঞা থেকে বাইশগজে ফেরা শারজিল খান। তাই এবারে সহজাত টি-টোয়েন্টি ম্যাচের স্বাদ দর্শকদের উপহার দিতে প্রত্যয়ী পিসিবি। আর এর জন্যই ঘটা করে এতো প্রচেষ্টা।

প্রসঙ্গত শুধুমাত্র পিএসএলেই নয়, ঘরোয়া ক্রিকেটেও স্পোর্টিং উইকেট বানানোর ইচ্ছা প্রকাশ করেছে বাবর আজমদের অভিভাবক সংস্থাটি। উইন্ডিজ সিরিজের আগে প্রধান কিউরেটরের পদে নতুন করে আসীন হওয়া পুরোনো এবং অভিজ্ঞ কারিগর আগা জাহিদকে রমিজ রাজা বলেছেন ব্যাটসম্যানরা যেমন স্বাচ্ছন্দ্যে স্ট্রোক খেলতে পারে তেমন বোলাররাও যেন ভালো লাইন আর লেন্থে বল করলে সাফল্য পায় এমন সজীব উইকেট প্রস্তুত করতে।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles