29.2 C
New York
Thursday, May 9, 2024

Buy now

বিসিবির ৩ কোটি টাকা বোনাস ঘোষণা

এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদেরই মাটিতে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে টাইগার বাহিনী। তাদের এই সিরিজ জয়ের আনন্দে ভাসছে গোটা দেশ। একে অন্যের মাঝে মিষ্টি বিতরণ করছে ক্রিকেটপ্রেমীরা।

শুধু গোটা দেশ নয় আনন্দে ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। আর সেই আনন্দে ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে বিসিবি।

আরও পড়ুন: বিদেশে জেতা বাকি ছিল, সেটাও করে দেখিয়েছি: তামিম

এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

দক্ষিণ আফ্রিকায় সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেছেন, ‘এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।’

তিনি বলেন, খেলা শেষ বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। ঢাকাতে সবাই খুব খুশি। মাননীয় প্রধানমন্ত্রী খেলা দেখেছেন। উনিও খুশি হয়েছেন। সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন: চেন্নাইয়ের প্রথম ম্যাচে নেই মঈন

তিনি আরও বলেন, সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। আমাদের মাননীয় সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।

বিডি স্পোর্টস নিউজ/জেএ

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles