10.9 C
New York
Sunday, May 12, 2024

Buy now

চোট পেয়ে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড: ওটিস গিবসন

বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম সিরিজ পরাজয়ের চরম লজ্জা থেকে বাঁচতে ক্রাইস্টচার্চে জিততে মরিয়া হয়ে উঠেছে কিউইরা। তাই টম ল্যাথামের দল প্রথম বল থেকেই শতভাগ পজিটিভ এবং স্বাভাবিকের চেয়ে বেশি ব্যাট চালিয়ে খেলেছে। তাইতো প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর ১ উইকেট হারিয়ে ৩৪৯।

প্রথম দিন শেষে বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন আসেন মিডিয়ার সামনে কথা বলার জন্য। তিনি অকপটে স্বীকার করে বলেন, সবুজ উইকেট দেখে যে প্রত্যাশা করেছিলেন, মূলত তার কিছুই হলো না আজ।

গিবসন বলেন, ‘ওরা অবশ্যই খুব ভালো খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে, গত সপ্তাহে আমরা গোছানো বোলিংয়ের যে নজির দেখিয়েছিলাম, এবার তা পারিনি। ল্যাথাম খুব ভালো খেলেছে। সকালে আমাদের অনেক ভালো বল সে ছেড়েছে এবং আমাদেরকে বাধ্য করেছে তার শরীরে বল করতে। যেটা বললাম, গত সপ্তাহে যে চাপ সৃষ্টি করতে পেরেছিলাম, এবার তা করার মতো যথেষ্ট ভালো বল আমরা করতে পারিনি। কনওয়ে অবিশ্বাস্য ফর্মে আছে, তাই না? সে (উইকেটে) গিয়ে সবকিছুই সহজ করে তুলেছে।’

তিনি বলেন, ‘আমার মনে হয়, উইকেটের সবুজ দেখলে যেমনটি মনে হয়, বল ততটা (ম্যুভ) করেনি আজকে। যতটা প্রত্যাশা ছিল, ততটা করেছে বলে মনে হয় না। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। যতটা ভালো বোলিং করা উচিত ছিল, ততটা ভালোও আমরা করতে পারিনি।’

পেস বোলিং কোচ আরও বলেন, ‘আজকে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের ওঠা-নামা দেখতে পেলাম। গত সপ্তাহে আমরা অবশ্যই উঁচুতে ছিলাম। গত সপ্তাহের আবেগ ও শারীরিক সম্পৃক্ততার যে মাত্রা ছিল, সম্ভবত সেটির প্রভাব এখনও অনুভব করছি আমরা। নিউজিল্যান্ড গত সপ্তাহে নিশ্চয়ই চোট পেয়েছে এবং এখানে ঘুরে দাঁড়িয়ে দেখিয়েছে, কেন তারা বিশ্বের সেরা দলগুলির একটি। কেন তারা গদাটি (টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি) পেয়েছে। তারা আরও বেশি নিবেদন দেখিয়েছে, বল অনেক ভালোভাবে ছেড়েছে এবং দেখিয়েছে, কেন তারা এখন গদা ধরে রেখেছে।’

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles