সোশ্যাল মিডিয়ায় অনেক তর্ক-বিতর্কের পর নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন ইমরুল কায়েস। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে ইমরুলকে অন্তর্ভুক্ত করা হলেও স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। ফলে ১৫ সদস্যের বদলে ১৬ সদস্যের ওয়ানডে দল নিয়েই টিম বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে।
ইমরুল কায়েস শেষ ১০ ওয়ানডেতে ৫০৫ রান করেছিলেন। তালিকায় তামিমের পরেই ছিল তার অবস্থান। কিন্তু সেই হিসাবে দলে জায়গা পাওয়া অন্য দুই ওপেনার লিটন ৩৩৪ ও সৌম্য করেছেন মাত্র ২৬৯ রান। পরিসংখ্যান কায়েসের পক্ষে থাকা সত্বেও দলে কায়েসের জায়গা না পাওয়ায় শুরু হয় বিতর্ক।
এদিকে নিউজিল্যান্ড সফরের দলে জায়গা না পেয়ে হতাশ হয়ে ইমরুল সংবাদ মাধ্যমে বলেন, ‘যেদিন দেখবো বাংলাদেশ টিমে খেলার আর কোনো আশা নাই, আমি ওইদিনই ক্রিকেট খেলা ছেড়ে দিবো।’
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘আমি এখন পর্যন্ত ইমরুল বাদ পড়ার কোন কারণ দেখছি না। এখন যেটা হয়েছে, আরেকজন তো (দলে) যুক্ত হবে। আমি দু’য়েকজনের সাথে কথা বলেছি। ওরা সকলেই বলেছে, ইমরুলের কী হল সেটা জানার জন্য…, ১৬তম সদস্য কে হচ্ছে। তো তারা বলেছে, ইমরুলের ওখানে আসার সম্ভাবনাই বেশি। টেস্টের দলে থাকবে কিনা নিশ্চিত না তবে ওয়ানডেতে সে থাকবে শিওর।’
ইমরুল যোগ দেয়ার পর ওয়ানডে স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও নাঈম হাসান।