২০১১ সালের বিশ্বকাপে ভারতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন রবিচন্দর অশ্চিন। এরপর ২০১৫ সালের বিশ্বকাপেও বেশ দাপটের সঙ্গেই দলে ছিলেন। তবে এর পরেই নিজের জায়গাটা আর ধরে রাখতে পারেননি। নবাগতদের ভীড়ে এখন টেস্ট ছাড়া অন্য দুই ফরম্যাটে জায়গা হয়না তার।
ভারতের কোচ রবি শাস্ত্রী সম্প্রতি জানিয়েছিলেন ভারতের এক নম্বর টেস্ট স্পিনার হিসেবে গন্য করা হবে কুলদীপ যাদবকে। অশ্বিনের সময় একরকম ফুরিয়েছে বলেই জানিয়েছেন রবি। এতে ক্রিকেট মহলে অনেকেই বিস্মিত হয়েছেন। কিন্তু বিশ্বের সর্বকালের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নও রবি শাস্ত্রীর পছন্দকেই নিজের পছন্দ বলে জানালেন।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাতকারে এই কিংবদন্তি স্পিনার জানিয়েছেন, লেগ স্পিনারদের প্রতি তাঁর একটু পক্ষপাত রয়েছে। কারণ তাঁর মতে যে কোনও পরিস্থিতিতে লেগ স্পিনাররা ম্যাচ জেতাতে পারন, এটা প্রমাণিত সত্য।
এছাড়া তিনি মনে করেন কুলদীপ হলেন ‘ক্লাস অ্যাক্ট’। তাই তিনি চেয়েছেন, ভারত যেন স্পিনার খেলানোর রাস্তা থেকে সরে না আসে। সব জায়গাতেই কুলদীপ সুযোগ পায়।
রবি শাস্ত্রী জানিয়েছিলেন সিডনিতে ৫ উইকেট নিয়ে কুলদীপ দেখিয়ে দিয়েছেন, বিদেশের মাটিতেও তিনি উইকেট নিতে পারেন। তাই এখন থেকে বিদেশে ভারত এক স্পিনারে খেললে সেই জায়গায় কুলদীপকেই খেলানো হবে।