চলতি ফেব্রুয়ারি মাসে ৩৩ বছরে বয়সে পাঁ দিয়েছেন পর্তুগাল তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমে তিনি রিয়াল ছেড়ে জুভেন্টাসের জার্সি গায়ে জড়ান। জার্সি বদল হলেও সেই আগেই ফর্মই ধরে রেখেছেন তিনি। শুক্রবার রাতে ফ্রসিনোনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে জুভেন্টাস। ম্যাচে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তাতেই ৬১ বছর আগের এক রেকর্ড ছুঁয়েছেন এই পর্তুগিজ তারকা।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে রোনালদোর পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরেয়ার্ড পাওলো দিবালা। ম্যাচের ১৭তম মিনিটে জুভেন্টাসের হয়ে ব্যাবধান দ্বিগুণ করেন লিয়েনার্দো বোনউচ্চির।
পরবর্তীতে বিরতি থেকে ফিরে ৬৩ মিনিটে গোল করে ফ্রসিনোনের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ক্রিশ্চিয়ানো। এতেই টানা তিন ম্যাচেই এক গোল ও অ্যাসিস্টের অনন্য কীর্তি গড়েছেন রোনালদো। তার আগে জুভেন্টাসের হয়ে একই কীর্তি গড়েছিলেন ওয়েলস গ্রেট জন চার্লস। ১৯৫৭-৫৮ মৌসুমে ওই কীর্তি গড়ার পাশাপাশি ২৮ গোল নিয়ে সেবার লিগের শীর্ষ গোলদাতাও হয়েছিলেন তিনি।
ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো এমন অনন্য নজির গড়েছেন রোনালদো। এর আগে ২০১৪ সালের নভেম্বরে রিয়াল মাদ্রিদের হয়েও একই কীর্তি গড়েছিলেন তিনি।
সিরিআ লিগে বর্তমানে রোনালদোর গোল সংখ্যা ১৯। তবে সব ধরণের প্রতিযোগীয় মিলে রোনালদোর গোল দাঁড়ালো ২১টিতে। বর্তমানে তার দল ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে।তাদের থেকে ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাপোলী।