26.4 C
New York
Friday, July 18, 2025

Buy now

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা আনল পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডিলেডে অসিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সমতা এনেছে পাকিস্তান। দুই ম্যাচ শেষে সিরিজ এখন ১-১। অতএব শেষ ম্যাচে নির্ধারণ হবে বিজয়ী।

শুক্রবার (৮ নভেম্বর) অ্যাডিলেডে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয় অসিরা। জবাবে ২৬.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে পাকিস্তান। এর মধ্যে দিয়ে দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পায় পাকিস্তান।

এই ম্যাচে অসি ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেন পাকিস্তানি পেসার হারিস রউফ। আট ওভারে ২৯ রানে পাঁচ উইকেট শিকার করেন রউফ। আট ওভারে ২৬ রানে তিন উইকেট নেন আরেক পেসার শাহিন আফ্রিদি। অসিদের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভ স্মিথ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (০৯ নভেম্বর)

সহজ জয়ে ব্যাট করতে নেমে সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিকের হাফ-সেঞ্চুরিতে পাকিস্তান নোঙর ফেলে জয়ের বন্দরে। আইয়ুব ৭১ বলে ৮২ রান করেন। শফিক অপরাজিত থাকেন ৬৯ বলে ৬৪ রানে।

ম্যাচে একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। উইকেটরক্ষক হিসেবে এই ইনিংসে ছয়টি ক্যাচ নিয়েছেন রিজওয়ান।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles