আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারের পর এবার আইসিসি থেকে দুঃসংবাদ পেল টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেছে আফানিস্তান।
আইসিসির সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। একসময় ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা টাইগাররা এখন নেমে গেছে ৯ নম্বরে। অন্যদিকে ৮ নম্বরে অবস্থান করছে আফগানরা।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর)
৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করলেও দুই ম্যাচ হেরে এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই ম্যাচে জয় পেয়ে যোগ করলেন এক পয়েন্ট।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।