ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি নতুন করে র্যাংকিং প্রকাশ করেছে। নতুন প্রকাশিত এই র্যাংকিংয়ে সাকিব আল হাসান অলরাউন্ডার তালিকায় দুই নম্বরে আছেন।
গত বছরের পর থেকে সাকিব আল হাসান কোনো টেস্ট ম্যাচ খেলেননি। এখন চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ কিন্তু ইনজুরির কারণে এই সিরিজেও নেই সাকিব।
তবে এই সিরিজে না থাকার পরও ৪০৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই আছেন সাকিব আল হাসান। আর এক নম্বরে ৪৩৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার।
তিনে আছেন ভারতের রবিন্দ্র জাদেজা। ৩৮৭ পয়েন্ট এই ভারতীয় তারকার। ৩৫৭ পয়েন্ট নিয়ে চারে আছে বেন স্টোকস। আর ৩২৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ভারনান ফিলান্দার।