ট্রফির জন্য আফগানিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত লড়েছেন টাইগাররা। শত চেষ্টা করেও জয় আনতে পারেননি তারা। আর এই হারের জন্য শিশির ভেজা মাঠকে দায়ী করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ শেসে মিরাজ বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, রাতের দিকে শিশির পড়েছিল। তাতে উইকেটের গতি বেড়েছে। বল ভালোভাবে ব্যাটে এসেছে। যে কারণে রান তোলায়ও গতি বেড়েছে।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর)
মিরাজ আরও বলেন, ‘এটা একটা কঠিন কাজ ছিল। খেলোয়াড়রা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে মাহমুদউল্লাহ ও আমার জুটি (পঞ্চম উইকেটে ১৪৫ রান)। আমরা গত দুই ম্যাচে দেখেছি যে, উইকেটে স্পিন বেশি কাজ করছে এবং সেজন্যই আমরা ব্যাটিং নিয়েছিলাম (প্রথম)। কিছু (রাতে) শিশির আসছে। তাই খেলাটা খুব সহজে হয়ে গেছে। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। তারা সত্যিই ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। মাঝের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি। (নাহিদ রানা) সে ভালো খেলছে।’
মূলত, বাংলাদেশ ব্যাটিং করার সময় মনে হয়েছিল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড খুব স্লো। আফগানিস্তান ব্যাট করার সময় দেখা গেছে আউটফিল্ড অনেক ফাস্ট। যে কারণেই জয় পাওয়া সহজ হয়ে গেছে আফগানদের।