কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সৌদি আরবের কাছে ১-২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে লিওনেল স্কালোনির দল।
তবে এ জয়ের মাসুল দিচ্ছে সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি। ম্যাচে ভয়াবহ এক ইনজুরিতে পড়েছেন এ তারকা। তার চোয়াল এবং মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে। খবর-গালফ টুডে।
আরও পড়ুন: মেসিকে শাসালেন সৌদি তারকা!
মঙ্গলবার রাতে ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে।
এতে অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
আরও পড়ুন: বিপিএলের ৭ দলের চূড়ান্ত স্কোয়াড
এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।