আগামী ৬ জুন বার্বাডোজের ব্রিজটাউনে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে অস্ট্রেলিয়া দল। বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন দলের বেশির ভাগ ক্রিকেটার।
তবে একটু দেরি করে দলের সঙ্গে যোগ দিয়েছেন আইপিএল প্লে–অফে অংশ নেওয়া প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও গ্লেন ম্যাক্সওয়েলরা। তারা আইপিএল শেষে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। সেখানে দুই দিন বিশ্রাম নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিয়েছেন।
তবে বিপত্তি বেধেছে যাত্রাপথে। ক্রিকেট.কম.এইউ জানিয়েছে, সিডনি থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার পর ট্রানজিটেই দুই দিনের বেশি লেগেছে কামিন্সের। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের স্ত্রী বেকি জানিয়েছেন, এই পথে তাদের লাগেজ হারিয়েছে।
আরও পড়ুন: বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ!
অন্যদিকে ফ্লাইট দেরি হয়েছে স্টার্ক ও ম্যাক্সওয়েলের। ফলে দুজনকে লস অ্যাঞ্জেলেস ও মায়ামিতে এক রাত কাটাতে হয়েছে। এছাড়া মার্কাস স্টয়নিসের কিট ব্যাগ ত্রিনিদাদে এসে পৌঁছায়নি। তাই গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি এই অলরাউন্ডার।
বিড়ম্বনাকে এড়িয়ে পুরোদমে বিশ্বকাপের প্রস্তুতি নিতে ব্যস্ত অস্ট্রেলিয়া দল। দলের পাঁচ ক্রিকেটার পুরোদমে অনুশীলন করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন অস্ট্রেলিয়া দলের বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।
বিডি স্পোর্টস নিউজ/জেএ