ব অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এরই মধ্যে জানা গেছে, এই টুর্নামেন্টের প্রাইজমানির পরিমাণ।
দল সংখ্যা বাড়ায় এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানিতেও এসেছে বড় পরিবর্তন। রেকর্ড পরিমাণ প্রাইজমানি থাকছে চলমান এই আসরে অংশগ্রহণকারী দলগুলোর জন্য। চ্যাম্পিয়ন দল পাবেন ২.৪৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। ৩ জুন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: যাত্রাপথে বিপত্তি, লাগেজ হারিয়ে বিপাকে কামিন্স
বিবৃতিতে আরও জানানো হয়, বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ১.২৮ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকা।
এছাড়া অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো দল যদি একটি ম্যাচও জিততে না পারে তাহলেও তারা পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা।
বিবৃতিতে থাকা তথ্য অনুযায়ী বলা যায়, এই বিশ্বকাপে দুর্ভাগ্যবশত বাংলাদেশ যদি কোনো ম্যাচ জিততে না পারে তাহলেও পাবে ২ কোটি ৬৪ লাখ টাকা।
বিডি স্পোর্টস নিউজ/জেএ