12.9 C
New York
Tuesday, November 5, 2024

Buy now

আশরাফুলের পারিশ্রমিক না বাড়ার ব্যাখা দিলেন সিসিডিএম চেয়ারম্যান

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁ’তে ২৩৩ জন প্লেয়ারের মধ্য থেকে ক্রিকেটার বেছে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিয়েছে ১২টি দল। সেখানে ক্রিকেটারদের কয়েক ক্যাটাগরিতে ভাগ করে নিলামে তোলা হয়। এই নিলামে ‘বি’ প্লাস ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মদ আশরাফুল। যেখানে প্রতিটি ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লক্ষ্য টাকা নির্ধারণ করা হয়েছিল।

গেল বছর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে দূদান্ত পারফরম্যান্স করেছিলেন মোহাম্মদ আশরাফুল। এক আসরে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি করেছিলেন। তাই নিয়ম অনুসারে পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী আসরে পারিশ্রমিক বাড়ার কথা ছিল তার। তবে আসন্ন আসরেও তার মূল্য নির্ধারণ করা হয়ছে ১৫ লক্ষ্য টাকা। আগের বছর এতগুলো সেঞ্চুরি করেও যে কারণে এই অভিজ্ঞ ব্যাটসম্যানের পারিশ্রমিক বাড়েনি তার ব্যাখ্যা দিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজি ইনাম।

আশরাফুলের পারিশ্রমিক কেন বাড়েনি, এমন প্রশ্নের জবাবে সোমবার ডিপিএলের ড্রাফট নিয়ে করা সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন ইনাম, ‘এটা (পারিশ্রমিক) নির্বাচকেরা দেখেছেন, তারাই নির্ধারণ করেছেন। ক্রিকেটারদের সার্বিক পারফরম্যান্সের পাশাপাশি আরও কয়েকটি দিক তারা দেখেছেন। কোনো ক্রিকেটার পারফর্ম করলে সেগুলো ম্যাচ জেতানো পারফরম্যান্স কিনা, সেসব তারা বিবেচনা করেছেন।

পাঁচ সেঞ্চুরির চারটিই আশরাফুল করেন বেশ মন্থর গতিতে। ১৩৭ বলে অপরাজিত ১০২, ১৩৭ বলে ১০৩, ১৩১ বলে ১০৪। এরকম রান করা তিন ম্যাচেই হারে তার দল। ওইসব ম্যাচে সেঞ্চুরি পেতে তিনি বেশ মন্থর খেলেছিলেন কিনা সেই প্রশ্নও উঠেছিল। এছাড়া সেঞ্চুরি করেননি এমন কয়েকটি ম্যাচেও তাকে বেশ মন্থর খেলতে দেখা যায়।

Related Articles

Leave a reply

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,913FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles