অপরাজিত থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের অধ্যায় শেষ করলেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টেলরয়। গত জুলাইয়ে সহকারী কোচ হিসেবে দুই বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন তিনি। তবে গত মাসের শেষ দিকে প্রধান কোচ এরিক টেন হ্যাগকে বরখাস্ত করে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে।
তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪ ম্যাচের সবগুলোতে অপরাজিত থাকে ইউনাইটেড। ১০ নভেম্বর লিগে লেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচটি ছিল ৪৮ বছর বয়সি এই ডাচ কোচের শেষ ম্যাচ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর)
জানা গেছে, ইউনাইটেডে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন নিস্টেলরয়। তবে তার সেই ইচ্ছা আর পূরণ হয়নি।
সোমবার (১১ নভেম্বর) ইউনাইটেডে পা রাখেন রুবেন আমোরিমর। এদিনই ফন নিস্টেলরয়ের বিদায়ের ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।