টানা দ্বিতীয়বারের মতো নেপালকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। এবারের জয়ে অবদান রাখা ঋতুপর্ণা চাকমা পেয়েছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব।
ফাইনালের পর নেচে-গেয়ে শিরোপা উদযাপন করেছেন ঋতু। যা ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।
আরও পড়ুন: পদ হারালেন বিসিবির ১১ পরিচালক
শিরোপা জয়ের রেশ সহজে শেষ হওয়ার নয়। রাতের উল্লাস শেষে সকালেও সরব ঋতু। ভক্তদের সকালের শুভেচ্ছা জানিয়ে ঋতু লেখেন, ‘এটি বাড়ি আসছে।’
এর আগে শিরোপা জয়ের পর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতু লিখেন, ‘অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ থেকে আমাদের জন্য মন থেকে দোয়া ও আশীর্বাদ করেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদেই আমরা আজ চ্যাম্পিয়ন। এই ট্রফিটা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের।’