বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মুন্সিগঞ্জে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে পুরান ঢাকার দল রহমতগঞ্জ। চমকপদ্র খবর হলো এই ম্যাচের সবগুলো গোলই করেছেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এক ম্যাচে একাই ৬ গোল করলেন কেউ।
এর আগে ২০০৭ সালের ১৩ এপ্রিল পেশাদার ফুটবল লিগের প্রথম আসরে মোহামেডানের নোয়ান পল ডাবল হ্যাটট্রিক করেছিলেন রহমতগঞ্জের বিপক্ষে। দীর্ঘ ১৭ বছর পর ৪ জানুয়ারি এই কীর্তি গড়লেন রহমতগঞ্জের বোয়াটেং।
আরও পড়ুন: রোহিত-কোহলির ভবিষ্যৎ নিয়ে যা বললেন গম্ভীর
এদিন ঘানার প্রিমিয়ার লিগে খেলা অভিজ্ঞ এই ফরোয়ার্ডের ডাবল হ্যাটট্রিক পূরণ করতে সময় লেগেছে মাত্র ৪৭ মিনিট। প্রথমবারের মতো বাংলাদেশের লিগে খেলতে এসেই ৬ ম্যাচে ১০ গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে বোয়াটেং এর নাম। ৬ গোল নিয়ে তালিকায় দুইয়ে আছেন ব্রাদার্স ইউনিয়নের সেনেগালের ফরোয়ার্ড। ৫ গোল করেছেন তিনজন- রহমতগঞ্জের নাবিব নেওয়াজ, পুলিশ এফসির আল আমিন ও মোহামেডানের সুলেমান দিয়াবাতে।
এবার বেশ ভালো দল গঠন করেছে রহমতগঞ্জ। ২৪ ডিসেম্বর ফেডারেশন কাপে ৬-১ গোলে এবং ২৮ ডিসেম্বর ৬-০ গোলে জিতেছিল তারা। টানা তিন ম্যাচে ১৮ গোল করেছে রহমতগঞ্জ।